মহামারী কোভিট-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সারিতে যোগ দিয়েছে চার লাখের বেশি আমেরিকান। দবার্তা সংস্থা রয়টার্সের খবর থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে অবস্থানকারী দেশ এখন যুক্তরাষ্ট্র। গত ক্রিসমাসের পর থেকেই মৃত্যুর সংখ্যা আমেরিকাতে অনেক বেশি বেড়েছে। খবর রয়টার্সের।
গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৬৩ হাজার ৭৯৩ জন মানুষ মারা গেছেন। অথচ ক্রিসমাসের আগের তিন সপ্তাহ মৃত্যুর সংখ্যা ছিল ৫২ হাজার ৭১৫।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর মৃত্যু ২১ শতাংশ বেড়েছে। এর মধ্যে শুধু একদিনেই যুক্তরাষ্ট্রে মারা গেছেন চার হাজার মানুষ।
ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া, টেক্সাস ও ওয়াশিংটনসহ ১৮ অঙ্গরাজ্যে চলতি জানুয়ারি মাসে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া মঙ্গলবার দেশটিতে এক লাখ ২৪ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।