‘কাউন্সিল গঠনের অযৌক্তিক দাবি রাষ্ট্রপতিক বিব্রত করার সামিল’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের অযৌক্তিক দাবি করে সংবিধানের রক্ষক রাষ্ট্রপতিক বিব্রত করার সামিল বলে বিজ্ঞরা মনে করেন।

তিনি বলেন, যারা মনে করেন নির্বাচন কমিশনের কারণে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তাদের এ অভিযোগ নির্বাচন নিয়ে অতীতের অভিজ্ঞতায় তা প্রমাণ করে না।

তিনি সোমবার সকালে সচিবালয়ে তার দফতরে ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, দেশের ৪২ বিশিষ্ট ব্যক্তি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবিতে রাষ্ট্রপতির কাছে যে অভিযোগপত্র দিয়েছে। তারা বলছি কোন ব্যক্তি বিশেষ অনিয়ম করলে দুদক তাদের বিরুদ্ধে তদন্ত করতে পারে। কিন্তু এ নিয়ে গোটা নির্বাচন ব্যবস্থাকে দায়ী করা অপ্রত্যাশিত ও অযৌক্তিক।

প্রজাতন্ত্রের কোনো ব্যক্তি অনিয়ম-দুর্নীতির ঊর্ধ্বে নয়, উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব স্বাধীন দুর্নীতি দমন কমিশনের আছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন চাপমুক্ত থেকে নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী অনিয়মের বিষয়ে তদন্ত করতে পারে।