মধ্যপ্রাচ্যে ইরানের ‘অস্থিতিশীল’ কর্মকান্ডের লাগাম টেনে ধরতে ইউরোপীয় শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেহরানের উচ্চাভিলাষী পরমানু কর্মসুচির বিষয়ে আলোচনায় ফের অংশ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করার এক দিন পর শুক্রবার তিনি এমন আহ্বান জানালেন। খবর এএফপি’র।
বাইডেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেন, তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের একতরফা আগ্রাসী পদপক্ষে নেয়ার পর ইরানের সাথে চুক্তির ব্যাপারে মিত্রদের সাথে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে।
টেলিকনফারেন্সে মিত্র নেতাদের উেদ্দেশ্য বাইডেন বলেন, ‘পরমাণু অস্ত্র বিস্তারের হুমকি বহাল থাকায় আমাদের মধ্যে সাবধানী কূটনীতি ও সহযোগিতা প্রয়োজন।’
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং জার্মানির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ কারণে আমরা বলেছি যে ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে পি৫+১ এর সাথে পুনরায় আলোচনার ব্যাপারে আমরা প্রস্তুত রয়েছি।’
বাইডেন বলেন, ‘আমাদেরকে অবশ্যই মধ্যপ্রাচ্যে ইরানের ‘অস্থিতিশীল’ কর্মকান্ডের লাগাম টেনে ধরতে হবে। আমরা এ ব্যাপারে আমাদের ইউরোপীয় ও অন্য মিত্রদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে যাচ্ছি।’