জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
আজ বৃহস্পতিবার (৬ মে) সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এরপর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, এমপি এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক এবং জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব মো. বেলাল হোসেনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা কাকরাইলে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
লেয়াকত হোসেন খোকার সভাপতিত্বে, বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশের জেলা ও উপজেলায় সীমিত পরিসরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।