দখলদার ইসারাইলে বর্বর হামলায় ফিলিস্তিনে গাজায় আহতদের পাশে দাঁড়াতে চিকিৎসা সামগ্রী পাঠাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোহাম্মাদ হাসান কুসিয়ান মোকাদ্দাম বলেছেন, ‘গাজাসহ অধিকৃত ফিলিস্তিনে নতুনকরে সংকট শুরুর পর থেকেই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বেসামরিক মানুষদের রক্ষার জন্য তৎপরতা চালাচ্ছে।’
তিনি আরও বলেন, সোমবার বিশ্বের বিভিন্ন দেশের রেড ক্রিসেন্ট ও রেড ক্রস সোসাইটিগুলোর আন্তর্জাতিক ফেডারেশনের বৈঠক হয়েছে। সেখানে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে গাজার রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে এবং গোটা বিশ্বের কাছে সাহায্য ও সহযোগিতা চেয়েছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোহাম্মাদ হাসান কুসিয়ান মোকাদ্দাম আরও বলেছেন, গাজায় দখলদার বাহিনী সামরিক আগ্রাসনের ফলে বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে তাদের এখন জরুরি ভিত্তিতে স্যালাইন, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স প্রয়োজন।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আজ সকালে বৈঠকে বসে গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গাজার রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ইরানের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হবে বলে তিনি জানান।