তিতুমীর কলেজ শিক্ষার্থী চঞ্চল কুমারের ‘পরেশপুর রহস্য’ নামক একটি গল্প প্রকাশ পেয়েছে। গল্পটি ইতইমধ্যে পাঠক মহলে জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পটি কিছুটা রোমাঞ্চকর। চরিত্র সুখেনবাবুর আত্মীয়ের বাড়ি পরেশপুরে ঘটে যাওয়ার এক রহস্যে ঘেরা চমকপ্রদ একটি গল্প।
চরিত্র, সুখেনবাবু,অমরেশ দস্তিদার, বাবলু সেন, অখিল, শিপলু, মালতি রানী।
গল্পের বিষয় জানতে চাইলে চঞ্চল কুমার বলেন, গল্প পড়ার দিকে রহস্য রোমাঞ্চ, ডিটেকটিভ, ক্রাইম ফিকশন আমার পছন্দের তালীকার শীর্ষে থাকে। লিখার ক্ষেত্রে পাঠকদেরকে ভালো গল্প উপহার দেওয়ার জন্য চেষ্টা করে থাকি।
গল্পটা রোমাঞ্চ গল্প উল্লেখ করে তিনি বলেন, আশা করি পাঠকেরা গল্পটি পড়লে তাদের ভালো লাগবে। দোয়া ও ভালোবাসা রাখবেন যাতে ভবিষ্যৎ এ আরও লেখা আপনাদের মাঝে উপহার দিতে পারি।