
প্রকৃতি একের পর এক সঙ্কা, আতঙ্ক ভয়ের দুঃসংবাদ যুক্ত করছে প্রতিদি। এক নিরব ঘাতকের ভয়ে দিক বিদিক ছুটছে মানুষ। অবাক দৃষ্টিতে আশ্রয়স্থল খুঁজেও কোথাউ ঠাই মিলছে না, এগিয়ে আসছে না কোন প্রাণ। প্রিতিট পরিবারে বৈছে শোকের মাতম। হচ্ছে।
উড়ে এসে জুড়ে বসা করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৮৯৩ জন। আগের দিন বুধবার ২০১ জনের সর্বোচ্চ রেকর্ড মৃত্যু হয়েছিল।
করোনায় মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিসংখ্যান জানাতে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।