ঈদযাত্রায় ট্রেনের অনলাইনে টিকিট বিক্রি শুরু

আসছে ২১ জুলাই মুসলিমদের দ্বিতীয় ধর্মীয় উৎসত ঈদুল আজহা। এই উৎসবকে পরিবারের সাথে ভাগাভাগি করতে অনেকে পড়ি জমাবেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যাত্রায় বাহন হিসেবে অনেকের পছন্দ ট্রেন ভ্রমণ। এরই মধ্যে ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে এবার কাউন্টারের বদলে শুধুমাত্র অনলাইনে এ টিকিট বিক্রি করা হচ্ছে।

বুধবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়।

মঙ্গলবার বিকাল ৫টায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।

টিকিট বিক্রির বিষয়ে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত (২১ জুলাই ঈদের দিন ব্যতিত) যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে আন্তঃনগর ট্রেনসমূহের বিদ্যমান আসন সংখ্যার অর্ধেক আসনের (৫০ শতাংশ) টিকিট ইস্যু করা হবে। এক্ষেত্রে আন্তঃনগর ট্রেনের ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাইয়ের ঈদ যাত্রার টিকিট ১৪ জুলাই সকাল ৮টা থেকে শুধু অনলাইন ও অ্যাপের মাধ্যমে অগ্রীম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।

এদিকে টিকিট বিক্রির প্রথম দিন টিকিটের অ্যাপ ও ওয়েবসাইটে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেছেন লোকজন।