আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে তালেবানের রকেট হামলায় স্থানীয় বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। রকেট হামলায় বিমানবন্দরের রানওয়ের ব্যপক ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার রাতের বিভিন্ন সময়ে কমপক্ষে তিনটি রকেট বিমানবন্দরে আঘাত হানে। এর মধ্যে দু’টি রকেট গিয়ে রানওয়েতে আঘাত করে।
কান্দাহার বিমানবন্দরের প্রধান মাসউদ পাশতুন বার্তা সংস্থা এএফপি’কে বলেন, গত রাতে বিমানবন্দরে তিনটি রকেট আঘাত হেনেছে। এরমধ্যে দু’টি রকেট রানওয়েতে আঘাত হানে। যার কারণে বিমানবন্দর থেকে শিডিউল অনুযায়ী নির্ধারিত সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, রানওয়ে মেরামতের কাজ চলছে এবং রোববার দিনের শেষ ভাগে বিমানবন্দরের কার্যক্রম ফের শুরু হতে পারে বলে আমরা আশা করছি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই তালেবান দেশটির বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেওয়া শুরু করে। তালেবান এ পর্যন্ত দেশটির অর্ধেকের বেশি জেলা দখলে নিয়েছে।