ময়মনসিংহে ভাইরাস উপসর্গে আরও ২২ জনের মৃত্যু

করোনা সংক্রমণ পুঞ্জিকার হিসেবের বিপরিতে আক্রান্ত বেড়েই চলেছে। মৃত্যুর মিছিলের সংখ্যা ও কম নয়। উল্ট চিত্রে লাশের সারি দীর্ঘ হচ্ছে। দেশের ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ভাইরাস উপসর্গে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এদের ১০ জন করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০ জন করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৪৭৬ টি ৩৮০ জন করোনা শনাক্ত হয়েছেন।

হাসপাতালের করোনা ইউনিটে ৫৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউত ২২ জন। নতুন ভর্তি ১০০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন।