আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আসছে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত প্রস্তুতির লক্ষে আমাদের আজকের দীর্ঘ বৈঠক ছিলো। দেশের প্রেক্ষাপট অনুযায়ী এই মূহুর্তে যে সকল যায়গা গুলো ঠিক করা দরকার (শিক্ষা স্বাস্থ্য’র) তা দ্রুত বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জরুরী ভিত্তিতে যে সকল বিষয় গুলো সমাধান করার দরকার সেই সকল বিষয় গুলোতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমরা অতিদ্রুত সেই বিষয় গুলো সমাধান করবো। পৌর নির্বাচনে বিদ্রোহ করেছিলো যারা তারা প্রধানমন্ত্রী বরাবর ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে।
দলের বিরুদ্ধে যারা যাবে তাদের আর কোন ক্ষমা করা হবে না বলে জানিয়ে কাদের বলেন, এখন থেকে যারাই দলের বিরুদ্ধে যাবে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসলে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্তে লিপ্ত হয় কিছু গোষ্ঠী তাদের বিরুদ্ধে জবাব দিতে হবে। পরবর্তী নির্বাচনের প্রস্তুতির লক্ষে উপকমিটির নেতাদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।