ক্ষমতাসীন দলের পক্ষে নয় বরং আইন প্রণয়নের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
গণসমাবেশে উপস্থিত বক্তারা বলেন, দেশের স্বাধীনতার ৫০ বছরে গঠিত হওয়া নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ না করে বেশিরভাগই ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করছে।
গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা বিধান দাসসহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন স্তরের নেতারা।
হারুন অর রশীদ খান বলেন, আন্দোলনরত সবার মতামত নিয়ে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কোনো সার্চ কমিটি দিয়ে নয়। যদি এবারও আগের মতো কমিশন গঠিত হয় তাহলে বৃহৎ আন্দোলনের ডাক দেব।
কমরেড সামছুল আলম বলেন, নির্বাচন কমিশন স্বাধীন নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে স্বাধীন করতে হবে।