
জাস্টিন ট্রুডো রিবালেল পার্টির হয়ে কানাডার আগামী সরকার গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকারি মিডিয়া।
সোমবার রাতে সিবিসি নিউজ জানায়, ট্রুডোর লিবারেল পার্টি ক্ষমতায় থাকছে। তবে দলটি কানাডার ৪৪তম পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কি না তা প্রকাশ করেনি। চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে আরো কিছুটা সময় লাগবে।
সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্যই ট্রুডো আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। বিশেষ করে করোনাভাইরাসের বিরুদ্ধে দেশ কিভাবে লড়াই করেছে, সে ব্যাপারে দেশবাসীর মতামত নিতে চেয়েছিলেন তিনি।
কিন্তু তিনি এরিন ও’টুলের নেতৃত্বাধীন রক্ষণশীলদের কাছ থেকে তীব্র প্রতিরোধের মুখে পড়েন। ফলে নির্বাচনের আগ দিয়ে বিশেষজ্ঞরা বলছিলেন যে, ২০১৫ সাল থেকে ক্ষমতায় থাকা ট্রুডো এবার মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বেন।
লিবারেলরা ২০১৯ সালের নির্বাচনে ১৫৭টি আসন পেয়ে সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিচ্ছিল। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার হয় ১৭০টি আসনের।








