ঢাকা: করোনা মহামারির কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার মঙ্গলবার (৫ অক্টোবর) খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো। মঙ্গলবার সকাল ৮টা থেকে হলে উঠছে শিক্ষার্থীরা।
বর্তমানে করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় ৫ অক্টোবর খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ বন্ধের পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় আড্ডায় মেতে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের পদচারণায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল যেন প্রাণ ফিরে পেল।
করোনাভাইরাসের এক ডোজ টিকা নেওয়ার শর্তে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা আবাসিক হলে ওঠার সুযোগ পাচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে দেখা যায়, ভোর হতেই ছাত্র-ছাত্রীরা তাদের হলে আসতে শুরু করেছে। হলের প্রবেশ পথে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। হলে প্রবেশের পর প্রতিটি ছাত্র-ছাত্রীরা রেজিস্ট্রার খাতায় তাদের নাম লিপিবদ্ধ করছেন এবং শিক্ষকরা শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত মাস্ক দিয়ে বরণ করে নিচ্ছেন ।