
মনোনয়ন বোর্ডের যৌথসভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হবে।
বুধবার (৬ অক্টোবর) আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এ সভা সকাল সাড়ে ১০টায় গণভবনে অনুষ্ঠিত হবে।
আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য-সুরক্ষা মেনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
আজকের মনোনয়ন বোর্ডের সভায় শূন্য হওয়া সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, কয়েকটি উপজেলা ও পৌরসভার উপনির্বাচন এবং ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে জানা গেছে।
আজকের বৈঠকে দল মনোনীত প্রার্থীরাই বিভিন্ন নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।









