সিরাজগঞ্জ-৬ আসনে আ.লীগের প্রার্থী প্রফেসর কবিতা

সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

বৃহস্পতিবার ( ৭ অক্টোবর ) সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এই মনোনয়ন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

প্রফেসর মেরিনা জাহান কবিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী প্রফেসর ড. মাযহারুল ইসলামের কন্যা। রাজনীতিতে আসার আগে তিনি সরকারি বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।

সিরাজগঞ্জ-৬ আসনটি শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত। আসনটি থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন হাসিবুর রহমান স্বপন। গত ২ সেপ্টেম্বর স্বপনের মৃত্যু হলে সিরাজগঞ্জ-৬ আসনটি শূন্য হয়।