দেশে জনগণের পার্লামেন্ট তৈরি করতে হবে : ফখরুল

বর্তমান সরকারকে সরিয়ে দেশে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা ও জনগণের পার্লামেন্ট তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে এখন শুধু একা বিএনপি নয়, সমগ্র জাতি সংকটে রয়েছে। এই সংকট থেকে উদ্ধার হতে হলে আজকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ফখরুল বলেন, আবরার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এ হত্যা দেশের সামগ্রিক সংকটের একটা প্রতিচ্ছবি।

বুয়েট ছাত্র আবরারের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আয়োজনে এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী সিরাজুল ইসলাম রিজু।