বিএনপি নেতা সোহেলর মা মারা গেছেন

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের মা বেগম আখতার বানু মারা গেছেন।

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মা বেগম আখতার বানু মারা গেছেন।

তিনি ডায়াবেটিস, প্রেসারসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। ৮৩ বছর বয়সী আক্তার বানু চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

হাবিব উন নবী খানের মায়ের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে নেতা-কর্মীরা ছুটে আসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে এসে শেষ শ্রদ্ধা নিবেদন করেন; তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময়ে মহানগর দক্ষিণের সভাপতি আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলসহ মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।