২০০৭ সাল থেকে রিংটোন হিসেবে ‘দুখিনী দুঃখ করো না’সহ ৬টি গানের কপিরাইট আইন লঙ্ঘন করার অভিযোগে মোবাইল অপারেটর বাংলালিংকের নামে মামলা করেছেন ব্যান্ড মহাতারকা মাহফুজ আনাম জেমস।
বুধবার (১০ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলা এই মামলা দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারি করেছেন।
এ প্রসঙ্গে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘জেমস দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙের সামিল উল্লেখ করে তিনি এ মামলা করছেন। ’
এ প্রসঙ্গে জেমস বাংলানিউজকে বলেন, ‘১৪ বছর ধরে চেষ্টা করে সমাধান না পেয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি। এখন আইনের মাধ্যমেই বিষয়টির সুরাহা হবে।