বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (১৪ নভেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে ডা. জাহিদ বলেন, শনিবার (১৩ নভেম্বর) রাতে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক বোর্ডের পরামর্শ মতো তাকে সিসিইউ কেবিনে রাখা হয়েছে।
খালেদা জিয়ার কী সমস্যা জানতে চাইলে তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের অধীনে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাতেই তাকে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে রাখা হয়েছে।
গত ১২ অক্টোবর ঘন ঘন জরের কারণে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর তাকে গুলশানের বাসায় নেওয়া হয়। পুনরায় শনিবার (১৩ নভেম্বর) রাতে তাকে চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে।