
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মীর্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার নাসির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবুল মল্লিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম তালুকদার ও মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক আঁকন।










