লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতায় সাজ্জাদ হোসেন সজীব (২৬) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। সজীব ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকায় দু’পক্ষের সহিংসতায় আহত হয়ে তার মৃত্যু হয়।
জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইছাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান শাহনাজ আক্তার। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করেছেন উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সহ-সভাপতি আমির হোসেন খান। ভোটগ্রহণের দিন দুপুর আড়াইটার দিকে এ দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে নয়নপুর কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে তাকে রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম ফয়সাল মাল জানান, সজীব রোববারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছিল। দুপুরে স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের লোকজন তাকে চাপাতি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টার দিকে তিনি মারা যান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ভোট কেন্দ্রের বাহিরে বিশৃঙ্খলার খবর শুনেছি। এতে চারজন কিছুটা আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে কেউ নিহত হয়েছেন বলে এখনো নিশ্চিত হওয়া যায়নি।