মুক্তি পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব

তিন মাস আটদিন কারাবাসের পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান জামিনে মুক্তি পেয়েছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির এ তথ্য নিশ্চিত করেন।

ইখতিয়ার রহমান কবির বলেন, চলতি বছরের ৯ সেপ্টেম্বর রাজধানীর রাইফেল স্কয়ারের সামনে থেকে রাজীবকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের সব মামলায় জামিন পেয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হন। এসময় কারামুক্ত রাজিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

কারাফটকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ উপস্থিত ছিলেন।