৫ দফা দাবিতে সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মানববন্ধন

রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার খুলে দেওয়া ও মাদ্রাসার জায়গায় অধিদফতর নির্মাণ না করার দাবিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করছে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।

শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় শুরু হয়ে এ মানববন্ধন, এখনো চলছে। মাদ্রাসার আল্লামা আশগরী হলের গেটের সামনে তারা মানববন্ধন করছেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-
১. কোনো অবস্থাতে আবাসিক হল বন্ধ করা যাবে না।
২. শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করতে হবে।
৩. হল প্রাঙ্গণে অধিদফতর নির্মাণ করা যাবে না।
৪. সাধারণ শিক্ষার্থীদের উপর আরোপিত সকল প্রকার হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৫. শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন ধরনের বাণিজ্য করা চলবে না।

মানববন্ধনে বর্তমান ও সাবেক ছাত্রনেতারা সহ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল বুধবার বিকাল ৪টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সে সময় শিক্ষার্থীরা হল খুলে দেওয়াসহ ৫ দফা দাবিতে আন্দোলন শুরু করে।