রাজধানী ঢাকায় করোনা আক্রান্তদের মধ্যে ৬৯ শতাংশ ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঢাকায় কিছু জরিপ করেছি তার মধ্যে দেখা গেছে ওমিক্রন এখন ৬৯ শতাংশে উন্নীত হয়েছে। যেটা আগে ১৩ শতাংশ ছিল। ১০ থেকে ১৫ দিনের জরিপে আমরা এটি পেয়েছি, এ জরিপ ঢাকায় করা হয়েছে। আমরা মনে করি ঢাকার বাইরে জরিপ করলে এর হার আরও বাড়বে। ইনফেকশন রেট এ রকমই হচ্ছে।
তিনি বলেন, মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং টিকাটা সময়মতো নিয়ে নেবেন। সরকারের যে ১১ দফা বিধিনিষেধ তা মেনে চলার অনুরোধও জানান মন্ত্রী।