শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের অর্থ সহায়তা দেয়ার অভিযোগে রাজধানী থেকে বিশ্ববিদ্যালয়টির সাবেক ৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। আটককৃতদের সিলেট পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন। মো. নিশারুল আরিফ বলেন, আটকৃকতরা রাস্তায় আছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোমবার (২৪ জানুয়ারি) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ২ শিক্ষার্থীকে আটকের অভিযোগ ওঠে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিরুদ্ধে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির আরেক সাবেক শিক্ষার্থী শাহ রাজী সিদ্দিকী স্ট্যাটাস দেন। তিনি জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র হাবিবুর রহমান (স্বপন) ও স্থাপত্য বিভাগের প্রাক্তন ছাত্র রেজা নূর মুঈনকে সিআইডি নিয়ে ধরে নিয়ে গেছে। কারণ জানতে চাইলে বলা হয়েছে, তারা আন্দোলনকারীদের অর্থ সহায়তা দিয়েছেন।