
আজ ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস। এ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
রবিবার ( ১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি কৃষিবিদ হামিদুর রহমানের সভাপতিত্বে ও ডঃ মোঃ আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভাশেষে বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশনের সহসভাপতি কৃষিবিদ রেজোয়ানুল ইসলাম মুকুল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ডঃ জাকির হোসেন, বাউরেস এর পরিচালক প্রফেসর ডঃ আবু হাদি নুর আলী খান, শিক্ষক সমিতি সাধারন সম্পাদক প্রফেসর ডঃ গোলাম ফারুক, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ডঃ দেবাশিষ সরকার, বাংলাদেশ আনবিক কৃষি গবেষণা ইন্সটিটিউট এ মহাপরিচালক ডঃ মির্জা মোফাজ্জল করিম, কৃষি ক্যাডার এসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিএডিসি কৃষিবিদ সমিতির সাধারন সম্পাদক কৃষিবিদ প্রদিপ চন্দ্র।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ব্রিটিশ আমলে জমি ছিল প্রচুর কিন্তু উৎপাদন হতো কম। বেশির ভাগ ফসলের চাষ হতো স্থানীয় পদ্ধতিতে এবং অনুন্নত জাতের বীজ দিয়ে। ফলে উৎপাদন কম হতো, খাবারের জন্য মানুষের হাহাকার লেগেই থাকত।
বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব ভালো করেই জানতেন, কৃষি-প্রধান বাংলাদেশে কৃষির ব্যতিরেকে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। কৃষির উন্নয়নে প্রয়োজন কৃষিবিদদের গবেষণা। কিন্তু ঐসময় কৃষিবিদগনকে স্নাতক ডিগ্রি নিয়ে চাকুরী ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদান করতে হতো। সে সময় চিকিৎসক এবং প্রকৌশলীরা প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদান করতেন। ফলে মেধাবী ছাত্ররা মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতো। চিকিৎসক এবং প্রকৌশলীদের মত কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার দাবি উঠেছিল স্বাধীনতার আগেই। স্বাধীনতার পর তৎকালীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু)র নেতৃত্বে বিশেষ করে তৎকালীন বাকসুর সাধারণ সম্পাদক ডঃ আব্দুর রাজ্জাক সাহেব এর নেতৃত্বে কৃষিবিদদের এ দাবি অব্যাহত থাকে।
কৃষির গবেষণার গুরুত্ব অনুধাবন করেই ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে এক সমাবর্তন অনুষ্ঠানে কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার ঘোষণা দেন। দিনটি স্মরণীয় করে রাখতে ২০১১ সাল থেকে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস হিসেবে পালন করছে কৃষিবিদগন।










