উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনো শিক্ষার্থীদের অধিকাংশের স্বপ্ন থাকে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ভর্তি হওয়া। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এমন লাখো শিক্ষার্থীর স্বপ্ন জয়ে নামতে হয় ভর্তি যুদ্ধে। এজন্য উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি প্রয়োজন তথ্য সমৃদ্ধ বই ও ভালো মানের প্রস্তুতি।
এমন লাখো শিক্ষার্থীর স্বপ্ন জয়ের সারথি হিসেবে প্রতিনিয়ত পাশে থেকেছে নাহিদ হাসান সম্পাদিত ‘বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য’ নামের বইটি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এইচএসসি পাস করা লাখো শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নিয়ে আরও হালনাগাদ তথ্যসহ দ্বিতীয়বারের মতো প্রকাশিত হলো ‘বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য’ বইটি। তথ্যবহুল এই বইটি মার্চ মাস থেকে দেশজুড়ে পাওয়া যাবে। বইটির মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর পান্থপথে অধিকার টিভির কার্যলয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি’র সচিব ড. ফেরদৌস জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবুল বাশার, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম. এ মাবুদ, ব্যবসায় অনুষদের ডিন আবুল কালাম, রেজিস্টার এস, এম, নূরুল হুদা, এইচআর অ্যান্ড অ্যাডমিন পরিচালক এ এইচ এম কামাল, অ্যাডমিশন অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক মো: আবদুল গাফ্ফার হিরক, এইচআর অ্যান্ড অ্যাডমিন সহকারী পরিচালক মো: হাবিবুর রহমান ও অন্যান্য ব্যক্তিরা। এ সময় আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান বইটির সম্পাদক নাহিদ হাসান।
বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এমন বইয়ের ভূয়সী প্রশংসা করেন ইউজিসি সচিব। এমন বইকে মানবতার সেবার অংশ উল্লেখ করে তিনি বলেন, উচ্চশিক্ষা যাত্রায় অংশগ্রহণ করতে যাওয়া ১৩ লাখ শিক্ষার্থী চাইলে এর মাধ্যমে সহজেই নিজেকে তথ্য সমৃদ্ধ করতে পারবে।