আগের মতো নির্বাচন করার জন্য এ সরকার আর একটি নির্বাচন কমিশন গঠন করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার মানুষ আর সেটা শুনবে না। এবার তারা রুখে দাঁড়াবে।
সোমবার (১৪মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, আপনারা জানেন তারা গণতন্ত্র সম্পর্কে কি করছে। নির্বাচন সম্পর্কে কি করছে। নির্বাচন কমিশন গঠন করেছে যাতে আরেকটা সে ধরণের নির্বাচন করা যায়। এবার মানুষ আর সেটা শুনবে না। এবার মানুষ রুখে দাঁড়াচ্ছে, রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনও পরাজিত হয়নি। এদেশের মানুষ রুখে দাঁড়াবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে।
তিনি বলেন, গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গৃহবন্দী করে রেখেছে। তাকে মুক্ত করতে হবে। আমাদের নেতা তারেক রহমান মিথ্যা মামলা নিয়ে বিদেশে নির্বাসিত অবস্থায় আছেন। তাকে ফিরিয়ে আনতে হবে। ৩৫ লাখ নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্ত করতে হবে।
ব্যারিস্টার মওদুদ আহমদ একজন আপাদমস্তক গণতান্ত্রিক ব্যক্তিত্ব ছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অনেকে বলেন তিনি (মওদুদ) এরশাদের মন্ত্রিসভায় গিয়েছিলেন। সেটাও তিনি গণতন্ত্রের স্বার্থেই গিয়েছিলেন। গণতন্ত্র কিভাবে রক্ষা করা যায়, কিভাবে গণতন্ত্র ফিরিয়ে আনা যায় সে স্বার্থেই তিনি গিয়েছিলেন। আজকে আওয়ামী লীগের সরকার কাউকে মূল্য দিতে জানে না।
তিনি বলেন, আজকে আমরা যখন তার স্মরণসভা করছি তখন বাংলাদেশে গণতন্ত্র নেই। এ গণতন্ত্রের জন্য তিনি (মওদুদ আহমদ) সংগ্রাম করেছেন, এ গণতন্ত্রের জন্য তাকে বাসভবন থেকে উৎখাত করা হয়েছে। তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। তিনি কখনও মাথানত করেননি। শেষ পর্যন্ত তিনি গণতন্ত্রের পক্ষে লড়াই সংগ্রাম করেছেন।
তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয়, শহীদ জিয়াউর রহমান, মওদুদ আহমদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার মধ্যে দিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় স্বৈরাচারী সরকারকে পরাজিত করে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমি বিশ্বাস করি এদেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা সেটা করতে সমর্থ হব।
স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম আজিজুল ইসলামের পরিচালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন, ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মীনি পল্লী কবি জসীম উদ্দিনের কন্যা হাসনা মওদুদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মহানগর উত্তরের আহবায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রমুখ।