অটিস্টিক শিশুর জন্য স্থায়ী আবাসনের পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রী

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের কষ্ট লাঘব করতে তাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে একটি প্রকল্প তৈরিও নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (০২ এপ্রিল) ‘১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২’ উদযাপন অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি জানি প্রত্যেকের চিন্তা—বাবা-মা যদি না থাকে তবে তার শিশুর কী হবে? সে চিন্তা আমাদেরও আছে। সে জন্য আমাদের একটা উদ্যোগ আছে, আমরা যে ট্রাস্ট গঠন করেছি, তার মাধ্যমে যদি আমরা এমন ব্যবস্থা করে ফেলি—যখন কোনো গার্ডিয়ান থাকবে না, দেখাশোনার কেউ থাকবে না তখন তারা সেখানে বসবাস করতে পারে।

সরকারপ্রধান বলেন, ‘ট্রাস্টের মাধ্যমে আমরা এ ধরনের হোস্টেল বা ডরমেটরি নির্মাণ করতে পারি। আর তাদের সুরক্ষা বা দেখাশোনার জন্য লোক থাকবে। সেখানে আপনারা যারা বিত্তশালী আছেন, ডোনেশন দিতে পারবেন। যার মাধ্যমে ওটা চলবে। আর সরকারের পক্ষ থেকে অন্তত আমি যতক্ষণ আছি, এটুকু বলতে পারি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করবো। ’

শেখ হাসিনা বলেন, ‘শুধু ঢাকা শহর না, প্রত্যেকটা বিভাগীয় শহরে বা বড় বড় শহরগুলোতে এ ধরনের পদক্ষেপ আমাদের নেওয়া উচিত। কারণ এটা বাস্তবতা বাবা-মা না থাকলে তাদের কে দেখবে? সবাই তো আর আন্তরিকতার সঙ্গে দেখে না। কিছু কিছু মানুষ এত বেশি স্বার্থপর হয়ে যায়, নিজের বাবা-মাকেও দেখে না। সম্পত্তি নিয়েও মারামারি করে। সে ক্ষেত্রে এই শিশুদের কে দেখবে! সে জন্য এ ধরনের ব্যবস্থা আমরা করবো। চিন্তা-ভাবনা আছে, অবশ্যই আমরা করবো। ’

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এই ধরনের স্থায়ী আবাসন করতে প্রকল্প তৈরি করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কোনো একটা স্থায়ী আবাসন বা কর্মসংস্থান করা যায়, সে ধরনের প্রতিষ্ঠান আমরা গড়ে তুলবো। সমাজকল্যাণমন্ত্রীকে বলবো, এর ওপর একটি প্রকল্প নিয়ে আসতে। প্রথমে ৮টি বিভাগে করে দেবো, পর্যায়ক্রমে প্রতি জেলায় আমরা করে দেবো। ’