
সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল হাকিম। আর নতুন এ কমিটিতে নুরুল ইসলাম সজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (২২ মে) উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিতিত্তে তাদের নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম দীর্ঘদিন জেলা যুবলীগের সাধারণ সম্পাদেকর দায়িত্ব পালন করেছেন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল এতোদিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। অধিবেশন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।










