ইউক্রেনের লভিভে ন্যাটোর পাঠানো অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে রাশিয়া। এক বিবৃতিতে এ দাবি করেন রুশ সেনাবাহিনীর মুখপাত্র ইগোর কোনাশেনকোভের। খবর বার্তা সংস্থা এপির।
তিনি জানান, দূরপাল্লার মিসাইল ছোড়া হয়েছে পোল্যান্ড সীমান্তবর্তী একটি অস্ত্রের গুদামে। সেখানে মজুদ ছিল সামরিক জোট ন্যাটোর দেয়া সমরাস্ত্র।
এছাড়া মাইকোলাইভে ইউক্রেনের বিমান বাহিনীর অস্ত্র ভাণ্ডারেও হামলা চালিয়েছে পুতিন বাহিনী। বুধবার খারকিভের একাধিক অঞ্চলেও হামলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।
এদিকে, রাশিয়ার আত্মসমর্পণের আহ্বান উপেক্ষা করে সেভেরোদোনেৎস্কে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। বুধবার বেসামরিকদের সরে যাওয়ার সুযোগ দিলেও তা গ্রহণ করা হয়নি।