পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে আমন্ত্রণ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মন্তব্য করেছেন, পদ্মা সেতুতে অর্থায়ন বাতিলের জন্য বিশ্বব্যাংকের অবশ্যই ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করা উচিত।

সূত্র জানায়, সেতু বিভগের পক্ষ থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে ই-মেইলে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ কার্ডের হার্ড কপি পাঠানো হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেছেন, বিশ্বব্যাংকের মতো বড় প্রতিষ্ঠান সব সময় ভালো কাজ করে এমন কোনো নিশ্চয়তা নেই। বিশ্বব্যাংকের মাধ্যমে যারা হয়রানির শিকার হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দিতে হবে।