বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের এমপি মির্জা আজম বলেছেন, তারেক রহমানের (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) চরিত্র খারাপ হওয়ায় স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন এবং তিনি কয়েক বারে এসএসসি পাশ করেছিলেন।
রোববার (২৪ জুলাই) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জের প্রস্তাবিত গামারিয়া কলেজ মাঠে দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা আজম বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে ৫ বছরে ১৩ শ’ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের অন্যায়ভাবে বিনা দোষে হত্যা করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও মূল্যবোধকে ধ্বংস করে রাজাকার, আল-বদরদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন। শাহ আজিজুর রহমানের মতো রাজাকারকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় তার জেল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় তিনি নিজ বাসায় থাকার সুযোগ পাচ্ছেন।
তিনি দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মিসেস ফারীন হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান । তিনি বিএনপির প্রার্থীকে এবং অন্যদের ভোট না দিয়ে নৌকাকে বিজয়ী করার অনুরোধ করেন ।