
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, বাংলাদেশে গণতন্ত্রের হত্যাকারী, ভোট চুরি, ভোট ডাকাতি, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ ও অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের ইতিহাস শুরু জিয়াউর রহমানের অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্যে দিয়ে এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন এতিমের টাকা আত্মসাৎকারী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া।
তিনি বলেন, আজকে সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আওয়ামী লীগের সরকার অবৈধ সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার।আমি মির্জা ফখরুলকে বলতে চাই শেখ হাসিনার সরকার যদি অবৈধ সরকার হয়, ফ্যাসিস্ট সরকার হয়, স্বৈরাচারী সরকার হয়, তাহলে জিয়াউর রহমান কি ছিল?
আজ নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সক কথা বলেন।
এস এম কামাল হোসেন বলেন, জিয়াউর রহমান রাতের অন্ধকারে পিস্তল ঠেকিয়ে ক্ষমতায় গেছেন। মির্জা ফখরুল পাকিস্তানের ইতিহাস পড়েছেন ,বাংলাদেশের ইতিহাস পড়েননি।জিয়াউর রহমান রাত ১২ টার পরে বঙ্গভবনে ঢুকলেন, বিচারপতি সায়েমের বিছানায় পা রাখলেন, বললেন সাইন ইট। বিচারপতি সায়েম কাগজটা পড়লেন, দেখলেন তার পদত্যাগ পত্র। তিনি জিয়াউর রহমানের দিকে তাকালেন, দেখলেন জিয়াউর রহমান কোমর থেকে পিস্তলটা বের করলেন এবং ৮ থেকে ৯ জন সেনা অফিসার তাকে ঘিরে ধরলেন, জিয়াউর রহমানের এক হাতে স্টিক আর অন্য হাতে পিস্তল। বিচারপতি সায়েম বললেন আমি ভয় পেয়ে পদত্যাগ পত্রে সাইন করলেন। এই রাতের অন্ধকারে পিস্তল ঠেকিয়ে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের দল বিএনপি। জিয়াউর রহমান রাষ্ট্রপতি, কে তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন?সংবিধানের কত ধারায় তিনি রাষ্ট্রপতি হয়েছেন?তিনি ছিলেন অবৈধ স্বঘোষিত রাষ্ট্রপতি।
তিনি বলেন, মির্জা ফখরুল আপনারা শান্তিপূর্ণ সমাবেশ করেন, কেউ কিছু বলে না ।কিন্তু আপনারা জননেত্রী শেখ হাসিনার শান্তিসমাবশে ১১ টি গ্ৰেনেড নিক্ষেপ করালেন। আল্লাহর রহমতে সেদিন শেখ হাসিনা বেঁচে গেলেও নারী নেত্রী আইভি রহমান সহ ২২ জন জীবন দিলেন। ৫০০ বোমায় ৬৩ টি জেলা রক্তাক্ত করলেন, রক্তাক্ত হলো বাংলাদেশ । এইতো হলো মির্জা ফখরুলের গণতান্ত্রিক দল বিএনপি।
এস এম কামাল আরো বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়ার সাবেক জ্বালানী বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান নিজে স্বীকার করেছেন সেদিন বিএনপি সরকার সিদ্ধান্ত নিয়ে দশ ট্রাক অস্ত্র এনেছিল বাংলাদেশে। সেই অস্ত্রচোরাচালান কারীদের দল হলো বিএনপি। আর বিদ্যুতের কথা বলেন, আপনাদের নেতা বিএনপির প্রতিমন্ত্রী মেজর জেনারেল আনোয়ার কবির তালুকদার বলেছেন, বিএনপির আমলে বিদ্যুত খাতে ৬ হাজার কোটি টাকার লুটপাট হয়েছে। এইতো হলো আপনাদের দল।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শহিদুল ইসলাম বকুল এমপি, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।









