যুক্তরাষ্ট্রসহ অন্য কোনো দেশ রোহিঙ্গাদের নিতে চাইলে তা পর্যালোচনা করে জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেছেন, রোহিঙ্গাদের অধিক সংখ্যক কেউ নিলে সমস্যার অনেকটা সমাধান হবে।
রোববার (২৮ আগস্ট) সকালে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির ৫ম সভা শেষে এ কথা জানান তিনি। বলেন, অনেক চেষ্টার পরেও রোহিঙ্গা প্রত্যাবর্তন হচ্ছে না। তবে, কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে।
আসাদুজ্জামান খান আরও জানিয়েছেন, ইউএন মানবাধিকার প্রধান রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের কথা বলেছেন। এর বিরুদ্ধে র্যাব, পুলিশ, এপিবিএন যৌথ অভিযান চালাবে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেয়া হবে।