বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ছিলেন অন্যতম। তার মৃত্যুতে বাংলাদেশসহ পুরো বিশ্বই শোকাহত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাপানিজ স্টাডিজ আয়োজিত এক শোক ও স্মরণ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি।
এ সময় তিনি বলেন, ২০১৪ সালে শিনজো আবের বাংলাদেশ সফর ছিল এ দেশের অবকাঠামোগত উন্নয়নের শুরু। তার মৃত্যুতে বাংলাদেশ একজন কাছের বন্ধুকে হারিয়েছে। শিনজো আবের প্রয়াণে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ।
বাংলাদেশের বান্দরবানে তম্ব্রু সীমান্তে প্রথমে মিয়ানমারের মর্টারশেল ও পরে এস্ট্রে এসে পড়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারকে সতর্ক করা হয়েছে। তারা আরও সতর্ক হবে বলেও জানান তিনি।