প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে ও তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি খন্দকার তারেক রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, এ্যাডভোকেট এসএম সোহান, কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক উপ-সম্পাদক আল আমিন এম তাওহীদ, সদস্য মোহাম্মাদ সাঈদসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা।
উল্লেখ বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সংগঠনটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তৎকালীন সময় সংগঠনটির শুভযাত্রার উদ্বোধন করেছিলেন। এরপর আওয়ামী লীগের সংগ্রাম আন্দোলনে সংগঠনটি অগ্রণী ভুমিকা পালন করেন।