মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামরুল হাসান মাদারীপুর শহরের নতুন শহর এলাকার মো. মুকীম হাওলাদারের ছেলে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, দীর্ঘদিনের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরের মধ্যে তাকে আদালতে নেওয়া হবে।
মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান জাকির বলেন, কামরুলকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে।
এ মিথ্যা মামলা থেকে জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুলের নাম প্রত্যাহার না করা হলে আমরা দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবো।