
শনিবার ১৫ ই অক্টোবর ফ্রান্কফুর্টের একটি স্থানীয় অডিটরিয়াম হলে জার্মান আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেন সেন্টুর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মাহফুজ ফারুক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন ঠান্ডু মাতব্বরর ও গীতা থেকে পাঠ করেন বরুন চক্রবর্তী।
সভায় আরো বক্তব্য রাখেন, ফ্রাঙ্কফুর্ট আওয়ামী লীগের সভাপতি নোমান হামিদ, সন্মানিত বিশেষ অতিথি কবি মুনিব রিজওয়ান, মোহাম্মদ রিপন, মানিক মিয়া, শেখ আলম, খান শিহাব, শফিক মার্ক্স ট্রাউড, মিন্টু গোম্বের্ট, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, তারেক আহমেদ, মাখন সরকার, রাসেদ ভূইয়া, সেলিম আলী, মোহাম্মদ ইসলাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী স্মৃতি চক্রবর্তী, সাজ্জাতুর রহমান সহ আরো অনেকে।
কাউন্সিলরগণের উপস্থিতে দ্বিতীয় অধিবেশনে সভাপতি হিসেবে শাহ আলম ও সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান ফারুককে নির্বাচিত করা হয়।









