রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার পরে সিটি কলেজ থেকে নিউ মার্কেট পর্যন্ত মিরপুর রোড বন্ধ রয়েছে। ফলে সৃষ্টি হয়েছে যানজটের।
গুলিস্তান ও বঙ্গবাজার থেকে রাজধানীর বিভিন্ন প্রান্তে যাওয়া পরিবহনগুলো রুট পরিবর্তন করে শাহবাগ থেকে সায়েন্সল্যাব হয়ে চলাচল করছে।
শনিবার (১৫ এপ্রিল) নিউ মার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু গণমাধ্যমকে জানিয়েছেন নিউ সুপার মার্কেটে দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে।
তারপর থেকেই বন্ধ করে দেয় নিউমার্কেটের সামনের বঙ্গবাজার মার্কেট।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে।
একইসঙ্গে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও বিজিবির (বর্ডার গার্ড অব বাংলাদেশ) পাশাপাশি কাজ করছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
এদিকে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের সদস্যসহ ১০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।