এবার আমরা ভোগান্তিমুক্ত ঈদ উদযাপন করতে পেরেছি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার আমরা একটিভোগান্তিমুক্ত ঈদ উদযাপন করতে পেরেছি। এবার ঘরমুখো মানুষদের জন্য যাত্রা ছিল স্বস্তিদায়ক।

সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

ঈদযাত্রার মতো জনগণ যেন ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরে আসতে পারেন সেজন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেতুমন্ত্রী। তিনি বলেন, এখন কর্মস্থলে ফিরে আসা শুরু হবে। ঘরমুখো যাত্রা যেমন শাস্তিদায়ক ছিল, তেমনি ফিরে আসাটাও যেন স্বস্তিদায়ক হয়।

ওবায়দুল কাদের বলেন, একটা বিষয় আগে আমরা লক্ষ্য করেছি যে, ঈদের আগে দুর্ঘটনা কম হলেও ঈদের পরের যাত্রায় দুর্ঘটনা অনেক বেড়ে যায়। ওই সময় একটা সবকিছুতে গা-ছাড়া ভাব থাকে। ওই সময়টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটু কঠোর হতে হবে।

তিনি বলেন, সংশ্লিষ্টদের বলবো, ঢাকায় ফেরার যাত্রা যেন সুশৃঙ্খল ও নিরাপদে হয় সেজন্য আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন। অতীতের বিষাদ কিছু ঘটনার পুনরাবৃত্তির দিয়ে ঈদ ফেরত যাত্রা যেন সমাপ্ত না হয়, সেটা সবাইকে লক্ষ্য রাখতে হবে।