সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমরা কোনও চ্যালেঞ্জ দেখছি না: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমরা কোনও চ্যালেঞ্জ দেখছি না। তবে যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। এ প্রস্তুতি সব সময় থাকে।

শুক্রবার (২৮ এপ্রিল) বাদ জুমা হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আমরা অনেক নির্বাচন করেছি। নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ আছে। তাই নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবেন, বাংলাদেশ পুলিশ সে দায়িত্ব পালন করবে।

সিলেট প্রসঙ্গে তিনি বলেন, সিলেট আমার নিজের এলাকা। তারপরও সব সময় আসা হয় না। দায়িত্বের প্রয়োজনে সিলেটে আসি।এখানের মানুষ আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে থাকেন। বিশেষ করে সিলেটে যারা চাকরি করে গেছেন, তারা এখানের মানুষের আতিথেয়তা, আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন। যে কারণে দীর্ঘদিন মনে রাখেন। অনেকে চাকরি করে সিলেট থেকে চলে গেলেও এখানকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। সবার সঙ্গে মানুষের সম্পর্কটা আকর্ষণ করে।

শাহজালাল (র.) মাজার জিয়ারতকালে আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.ইলিয়াছ শরীফ, সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) মুহাম্মদ আব্দুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।