নৌকায় ভোট দিলে দেশের মানুষ ভালো থাকে: এডভোকেট আফজাল হোসেন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বলেছেন,বঙ্গবন্ধুর আহ্বানে নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে নৌকায় ভোট দিয়ে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছি। নৌকায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকে, ভালো থাকে।

সোমবার (১০ জুলাই) সকালে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা সদরে আওয়ামী লীগ সরকারের উপকার ভোগীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছেন বলেই তিনি আপনাদের বিভিন্ন রকমের ভাতা দিয়েছেন, জমি দিয়েছেন, ঘর দিয়েছেন। আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা আবার দেশসেবার সুযোগ পেলে তিনি আরও উন্নত বাংলাদেশ গড়বেন।

আফজাল হোসেন বলেন, অতীতে জিয়া, এরশাদ, খালেদা সরকার জনগণের জন্য কিছুই করেনি। তাদের সীমাহীন লুটপাটে দেশ বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিনত হয়েছে। দেশের মানুষ ভালো থাকুক বিএনপি জামাত চায় না।

তিনি আরও বলেন, অগ্নি সন্ত্রাসী বিএনপি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে। তারা গণতান্ত্রিক ধারাবাহিকতা নষ্ট করতে চায়। সাংবিধানিক শুণ্যতা সৃষ্টি করতে চায়। বিএনপির অশুভ তৎপরতা সহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আমাদের ঐকবদ্ধ হতে হবে।

মির্জাগঞ্জের দেউলি সুবিদখালি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, উপজেলা চেয়ারম্যান খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, জেলা আওয়ামী লীগ নেতা শাহীন মিয়া, আবুল খায়ের, সরদর সোহরাব হোসেন, লুৎফর রহমান শাহারিয়ার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির হাওলাদার, এডভোকেট মোস্তাফিজ, শহীদুল্লা সানু, সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার কিসলু, জাহাঙ্গীর মাস্টার সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।