নির্বাচন প্রাক পর্যবেক্ষণে আসা মার্কিন প্রতিনিধিদল আওয়ামী লীগের সবকিছুতেই সন্তুষ্ট। তারা দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত দেখতে চায়।
এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রতিনিধিদল আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত দেখতে চায়। তারা আমাদের সবকিছুতেই সন্তুষ্ট।
আমরা তাদের বলেছি- আমাদের নির্বাচন সংবিধান অনুসারে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তার অধীনেই থাকবে। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই তারা কাজ করবে।
মার্কিন প্রতিনিধি দলের সাথে আমাদের খোলামেলা আলাপ হয়েছে। তারা বারবার বলেছেন, তারা কোনো দল কিংবা ব্যক্তিকে সমর্থন করতে এখানে আসেননি। বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সে অবস্থা নিয়ে তারা খুব খুশি। বুধবার দুই দলের যে বড় একটি শান্তিপূর্ণ সহবস্থান ছিল সেটা নিয়েও তারা প্রশংসা করেছেন।