পুলিশি বাধায় বাংলামোটর মোড়ে শেষ হয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে পদযাত্রা।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটে পদযাত্রা শেষ করেন দলটির নেতাকর্মীরা।
পুলিশের বাধায় বাংলামোটর মোড়ে অবস্থান নিয়ে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, নির্বাচন কমিশনকে সাতদিনের সময় দিলাম। এ সময়ের মধ্যে ইসি যদি গণঅধিকার পরিষদের নিবন্ধন নিয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে তাহলে ফাইনাল খেলা হবে।
নুর আরও বলেন, গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। দলের কার্যালয় খুলে দিতে হবে আগামী সাতদিনের মধ্যে। না হলে আমরা নতুন কর্মসূচি দেব।
আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে উল্লেখ করে নুর বলেন, প্রাথমিকভাবে বিরোধী দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচি
দেবে। পুলিশ যদি কর্মসূচিতে বাধা দেয়, হামলা করে তাহলে নেতাকর্মীরাও যা করার তাই করবেন।