গাজীপুরের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারী সরকারের দোসর ভিসি ও ট্রেজারারের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা ক্যাম্পাস থেকে পলায়নরত ও স্বেচ্ছাচারী ভিসি ও ট্রেজারারকে পদত্যাগের আলটিমেটাম দেয়। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।
প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন, প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান,প্রফেসর ড. মোঃ গোলাম রসূল, প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান, প্রফেসর ড. নাসরিন আক্তার আইভি, প্রফেসর ড. মোঃ আশরাফুল হক, প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, শফিকুল ইসলাম খান, মোঃ আব্দুল্লাহ মৃধা, মোঃ শফি উদ্দিন ও মোঃ রেজাউল কবির প্রমুখ।