বেগম খালেদা জিয়া ও সাম্প্রতিক আন্দোলনে শহীদদের জন্য এ্যাবের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে ও প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, এ্যাব এবং কেআইবির সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল্লাহ আল ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মোসলেউদ্দিন ফারুক,এ্যাবের সাবেক মহাসচিব ও
সাবেক সিএসও কৃষিবিদ ড. মো: শাহজাহান,

মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শেকৃবি ছাত্র সংসদের সাবেক ভিপি কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার, কেআইবি ঢাকা মেট্রোপলিটনের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ আসাদুজ্জামান কিটোন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ সুমন আনসারীসহ এ্যাবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন চ্যাপ্টারের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ চ্যাপ্টার কমিটির নেতৃবৃন্দ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রদল নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে এ্যাবের আহ্বায়ক রাশিদুল হাসান হারুন সকল কৃষিবিদ নেতৃবৃন্দকে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দোয়া মাহফিলের মাধ্যমে বিএনপি’র তিনদিনের কর্মসূচির সমাপ্তি করেন।