
শেরেবাংলা নগরে সিএনজি বন্ধ করে যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মালামাল ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি-তেজগাঁও বিভাগ।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গত ১৬ আগস্ট রাতে রাজশাহী থেকে আসা এক যাত্রী ঢাকা টেকনিক্যাল বাসস্ট্যান্ডে নামার পর গন্তব্য পৌঁছানোর জন্য সিএনজি যোগে রওনা করলে জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে পৌঁছার পর চালক গাড়ি নষ্টের অজুহাতে সিএনজি থামায়। এসময় চালকের তিনজন সহযোগী সিএনজিতে উঠে যাত্রীকে ছুরির মুখে ভয় দেখিয়ে নগদ টাকা, দুটি মোবাইল ও বিকাশের মাধ্যমে টাকা আদায় করে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চালক মো. জাকির হোসেনকে প্রথমে গ্রেফতার করে ডিবি। পরে তার তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগী মো. নজরুল ইসলাম ও মো. মিজানুর রহমানকে আগারগাঁও থেকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পালিয়ে যাওয়া অপর আসামি মো. হাফিজুল ইসলাম হাবুকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ছিনতাইকৃত মোবাইল ও একটি সিএনজি উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।








