আগামীকাল বীর মুক্তিযোদ্ধা মির্জা সামসুল আলমের প্রথম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার ও বাংলাদেশ বেতার-টেলিভিশনের তালিকাভুক্ত লোকসংগীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা পীরজাদা শাহ শূফি মির্জা সামসুল আলম চিশতী-নিযামী (রহ.)-এর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার।

এ উপলক্ষে তার বাসভবনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এছাড়া বাদ আছর রাজধানীর আজিমপুর কবরস্থানে তার রওজা মোবারকে শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তিনি বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। পরবর্তীতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

১৯৫৪ সালের ১ জানুয়ারি ঢাকার ধামরাইয়ে জন্মগ্রহণকারী মির্জা সামসুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড. মো. শহীদুল্লাহ্ হলের সুপারভাইজার হিসেবে চাকরিতে যোগ দেন এবং পরবর্তীতে কলাভবনেও দায়িত্ব পালন করেন। ১৯৮৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ভাইস চ্যান্সেলরের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

ছাত্রজীবন থেকেই তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অংশ নেন। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২নং সেক্টরে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। এছাড়া ১৯৭৩-৭৪ শিক্ষাবর্ষে তিনি শেখ বোরহান উদ্দিন কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন।

সংগীতের প্রতি অনুরাগী মির্জা সামসুল আলম ১৯৮১ সাল থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে লোকসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন এবং পরবর্তীতে বাংলাদেশ বাউল শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।